7050

04/25/2025 ফাইনাল শেষে শনিবার টিম হোটেলে ঢুকবেন সাকিব

ফাইনাল শেষে শনিবার টিম হোটেলে ঢুকবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২১ ০২:৪১

১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আবুধাবি থেকে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ১টা নাগাদ মাসকটে টিম হোটেলে পৌঁছেছে টাইগাররা।

এদিকে আগামী রোববার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বও শুরু হতে যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে আজ ১৫ অক্টোবর বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

বিসিবি সূত্রে জানা যায়, শুক্রবার পূর্ণ বিশ্রামে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচের আগে শনিবার পুরোদস্তুর প্র্যাকটিস সেশন।

এদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একটাই প্রশ্ন- সাকিব আল হাসান দলের সঙ্গে কবে যোগ দিচ্ছেন? আজ (শুক্রবার) দুবাইয়ে আইপিএলের ফাইনালে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স লড়বে ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

আগে থেকেই জানা গেছে, ফাইনাল খেলেই দলের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার ফাইনাল শেষে শনিবার টিম হোটেলে ঢুকবেন সাকিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]