7128

04/25/2025 শেরপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

শেরপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

শেরপুর থেকে

১৯ অক্টোবর ২০২১ ১৬:৪৭

শেরপুরের নারায়ণপুর বাগবাড়ীস্থ ‘দারুস শিফা’ নামে একটি বেসরকারি হাসপাতালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে সোমবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ১৭ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তবে আটকদের দাবি, তারা ওই হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত। সেখানে রাষ্ট্র বা সরকারবিরোধী কোনো গোপন বৈঠক হচ্ছিল না।

পুলিশ বলছে, সাম্প্রতিক কুমিল্লার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা- এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে ওই হাসপাতালে অভিযান চালায় সাদা পোশাকধারী পুলিশ।

এসময় বৈঠকে থাকা ১৭ নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২৩টি মোবাইলসহ কিছু আলামত জব্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী বলেন, আটকারা কী উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। সে রকম কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]