7165

04/28/2025 বিপদসীমার ওপরে তিস্তার পানি, রেড এলার্ট জারি

বিপদসীমার ওপরে তিস্তার পানি, রেড এলার্ট জারি

লালমনিরহাট থেকে

২০ অক্টোবর ২০২১ ২৩:১১

লালমনিরহাটে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী সব অঞ্চলে মাইকিং করে রেড এলার্ট জারি করা হয়েছে এবং সকলকে নদী তীর থেকে সরে যেতে বলা হচ্ছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টায় হঠাৎ করে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, তিস্তা ব্যারাজ এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নে পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজ এলাকায় বিকাল তিনটায় বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংবাদমাধ্যমকে বলেন, রেড এলার্ট জারি করা হয়েছে। নিম্নাঞ্চলের সব মানুষকে সরে যেতে বলা হয়েছে। আমরা এলাকাগুলো পরিদর্শন করছি। তিস্তার উৎস বা উজানে ব্যাপক বৃষ্টি হওয়াতে পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানান, গত দু’তিন বছরে এবারই হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রাতে কী হবে বলা যাচ্ছে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]