7173

04/25/2025 নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭, নিখোঁজ ২৬

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭, নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২১ ১৫:৪৬

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ এ পৌঁছেছে। বুধবার (২০ অক্টোবর) উদ্ধারকারীরা আরও ৩৪টি মৃতদেহ উদ্ধার করেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দিল কুমার তামাং জানিয়েছেন, ভারত সীমান্তবর্তী পাঞ্চথার জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিবেশী এলাকা ইলামে ১৩ জন এবং দোতিতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ২৬ জন নিখোঁজ রয়েছে এবং ২২ জন আহত হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। বৃষ্টির কারণে ওই এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর-বিবিসি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]