7177

04/25/2025 গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেট থেকে

২১ অক্টোবর ২০২১ ১৮:১২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজারের জিয়াউল হক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার উপজেলার চারখাই বাজারের একটি রেস্টুরেন্ট থেকে র‍্যাব তাকে আটক করে। পরে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]