7358

12/14/2025 অভিনেত্রী কৌশানীর মা আর নেই

অভিনেত্রী কৌশানীর মা আর নেই

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২১ ২৩:৪৮

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির মা। মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৫০।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরবর্তী সময়ে ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত ২৩ অক্টোবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে মায়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন কৌশানী। এই অভিনেত্রীর পাশে আছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]