7440

04/25/2025 জ্যান্ত অজগর সাপকে জড়িয়ে ধরে চুমু!

জ্যান্ত অজগর সাপকে জড়িয়ে ধরে চুমু!

রকমারি ডেস্ক

৪ নভেম্বর ২০২১ ০১:৩১

মানুষ ও প্রাণীর মধ্যে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে এই ভালোবাসা যদি হয় সাপের মতো বিষাক্ত কোনো সরীসৃপ প্রাণীর জন্য তা হলে অবাক হওয়াটাই স্বাভাবিক।

কারণ শুধু মানুষ নয়, বন্য প্রাণীরাও সাপ ভয় পায়। কিন্তু সেই সাপকেই জড়িয়ে ধরে চুমু খেলেন এক নারী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রয়্যাল পাইথনস নামের একটি অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একজন নারী একটি জ্যান্ত অজগর জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। মজার বিষয় হলো, সাপটি তাকে কোনো ক্ষতি করার চেষ্টা তো করছেই না, বরং পোষা প্রাণীর মতো তাতে সাড়া দিচ্ছে।

এর ক্যাপশন লেখা হয়েছে, ‘আমি আমার সাপকে অনেক ভালোবাসি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]