7493

04/25/2025 ধর্মঘটের মধ্যেও চলছে ৭ কলেজের ভর্তি পরীক্ষা

ধর্মঘটের মধ্যেও চলছে ৭ কলেজের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর ২০২১ ২১:২০

ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাসের ভাড়া সমন্বয় করার দাবিতে ২য় দিনের মতো সারা দেশে বাস ধর্মঘট চলছে। আর ধর্মঘটের মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের ভর্তি পরীক্ষা হচ্ছে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৯৪ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ১১টায়।

জানা গেছে, ধর্মঘটের মধ্যেও ভর্তিচ্ছুরা নানা উপায়ে সকাল থেকেই কেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীরা পায়ে হেঁটে রিকশা, সিএনজিসহ নানা উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, পরীক্ষার তারিখ শিডিউল আমাদের পূর্ব নির্ধারিত ছিল। তাই পেছানোর বা স্থগিতের সুযোগ নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]