7533

04/25/2025 আফগানিস্তানে ৪৪ গভর্নর নিয়োগ দিল তালেবান সরকার

আফগানিস্তানে ৪৪ গভর্নর নিয়োগ দিল তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

৮ নভেম্বর ২০২১ ১৯:১৬

ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গভর্নর এবং পুলিশ প্রধানের পদে তার ৪৪ জন সদস্যকে নিয়োগ দিয়েছে তালেবান সরকার।

গত সেপ্টেম্বরে ক্যাবিনেট গঠনের থেকে বড় আকারে নিয়োগ এটাই প্রথম তালেবান সরকারের।

দেশটিতে ক্রমবর্ধমান নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার সাথে মোকাবিলার এই সময়ে তালেবান তার শাসনব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো। রবিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, এর আগে দেশটির রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায়জোড়া বোমা বিস্ফোরণে নিরাপত্তা কমান্ডার লাওলাই হামদুল্লাহ মুখলিস প্রাণ হারান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]