7543

04/25/2025 প্রাথমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর ২০২১ ০৪:৫১

মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য মূল্যায়ন করবে।

এর আগে সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বার্ষিক পরীক্ষা বাতিলের বিষয়টি সোমবার (৮ নভেম্বর) নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]