7594

04/25/2025 জন্মদিনে খুশির খবর দিলেন মিম

জন্মদিনে খুশির খবর দিলেন মিম

বিনোদন প্রতিবেদক

১১ নভেম্বর ২০২১ ২২:২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। আর এই বিশেষ দিনেই নিজের বাগদানের সু-খবর জানিয়েছেন মিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে হবু স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে মিম লিখেছেন, আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ৬ বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।

জানা যায়, মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার।

প্রসঙ্গত, সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]