7606

04/24/2025 কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজার থেকে

১২ নভেম্বর ২০২১ ০১:০১

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

এদিকে ঘটনার পরপরই খুরুশকুল ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত রেখেছেন নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট জোর করে ব্যালট পেপারে অবৈধ সীল মারার চেষ্টা করে। এ সময় শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দায়ের কোপ এবং গুলিবিদ্ধ হন আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজর মেহেদী জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]