763

04/24/2025 আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং

আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং

বিনোদন ডেস্ক

১৪ জুন ২০২০ ২২:৪৩

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে'র

ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময়টায় একাই বাসায় অবস্থান করছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহননের পথ বেছে নিলেন এই অভিনেতা তা এখনো জানা যায়নি।

কয়েকদিন আগেই সুশান্তের প্রাক্তন সহকারী ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সুশান্ত নিজেই।

টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত। এর পর 'কাই পো চে' ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

এরপর একে একে 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে'সহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত।

শেষবার 'ছিছোড়ে' ছবিতে দেখা গিয়েছিল এই বলিউড তারকাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]