7676

12/14/2025 ভোলায় ট্রাক থেকে ৪শ কেজি জাটকা উদ্ধার

ভোলায় ট্রাক থেকে ৪শ কেজি জাটকা উদ্ধার

ভোলা থেকে

১৫ নভেম্বর ২০২১ ২২:৩২

ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকায় একটি মাছবাহী ট্রাক থেকে রোববার (১৪ নভেম্বর) রাতে ১০ মণ অথাৎ ৪শ কেজি জাটক জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার খন্দকার শাফকাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার খেয়াঘাট এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ওই এলাকা দিয়ে ভেদুরিয়াগামী একটি মাছবাহী ট্রাকে তল্লাশি করে ৪শ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]