সম্প্রতি বাগদান সম্পূর্ণ করেছেন লাক্স তারকা ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে বাগদানের রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে ফেরেছেন তিনি।
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিং সেটে মিমের ছবিও দেখা যাচ্ছে।
মিম বলেন, বাগদান নিয়ে মাথায় একটা চাপ ছিল। এখন আর নেই। কারণ প্রায় এক মাস আগে থেকে বাগদানের সব প্রস্তুতি আমি নিজেই নিয়েছি।
প্রসঙ্গত, ১০ই নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে মিমের বাগদান হয়েছে।