7947

04/25/2025 ওমিক্রন এবার নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়ায়

ওমিক্রন এবার নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২১ ২২:১৪

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডে এ নতুন ভেরিয়েন্টে ১৩ জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ২ জন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। খবর-রয়টার্স।

ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডাম আসা দুইটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে ওই ভাইরাস পাওয়া যায়।

ওই দুই ফ্লাইটের ৬০০ জনের বেশি যাত্রীদের পরীক্ষায় ৬১ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে এবং নতুন এই ভ্যারিয়েন্ট তাদের দেহেও রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। শনিবার হু এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]