8048

04/25/2025 বাংলাদেশে নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী!

বাংলাদেশে নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী!

বিনোদন প্রতিবেদক

৫ ডিসেম্বর ২০২১ ২২:০৯

এবার বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোচ্চার নায়ক শান্ত খানের সঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। একটি সিনেমার গল্পের প্রয়োজনে তাদের ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি গানে দেখা গিয়েছে তাদের।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমায় গানটি ব্যবহৃত হবে বলে জানা গেছে। গানটি গেয়েছেন আসিফ আকবর। গতকাল শুক্রবার ৩ ডিসেম্বর গানটি ‘সিনেবাজ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী ও শান্ত খান। গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রযোজক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]