8245

05/01/2025 শ্যামনগর থেকে কয়েক লাখ টাকার বিদেশি ‍ওষুধ জব্দ

শ্যামনগর থেকে কয়েক লাখ টাকার বিদেশি ‍ওষুধ জব্দ

সাতক্ষীরা থেকে

২৫ জানুয়ারী ২০২২ ০৩:১৮

সাতক্ষীরার শ্যামনগর থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা দামের বিদেশি ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। ওষুধগুলোর প্রায় সবই ভারতীয়। ওষুধ চোরাচালানের দায়ে দু’জনকে আটকের কথাও জানায় কোস্টগার্ড। রোববার রাতে শ্যামনগরের জয়খালী এলাকায় অভিযান চালিয়ে ওষুধসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামে নুর মোহাম্মদ গাজীর ছেলে আজমির হোসেন এবং পরানপুর গ্রামের দাউদ শেখের ছেলে সাকিব শেখ।

কোষ্ট গার্ড জানায়, “ভারত থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে ঔষধের একটি বড় চালান দেশে আনা হচ্ছে” এমন গোপন সংবাদে অভিযান চালায় কোস্ট গার্ড। রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন শ্যামনগর উপজেলার জয়খালী এলাকায় চালানো অভিযানে জব্দ করা হয় ৭ হাজার ৯৫৯ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধসহ উক্ত দু’জনকে।

কোষ্টগারর্ডের পক্ষে লেঃ কমান্ডার বিএন এম. মামুনুর রহমান জানান, জব্দ করা ওষুধ এবং আটক দুই ব্যাক্তিতে আইন অনুযায়ি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]