8285

04/25/2025 আবারও বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র উন্মোচনের ঘোষনা ইরানের

আবারও বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র উন্মোচনের ঘোষনা ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

৯ ফেব্রুয়ারি ২০২২ ০০:৫০

শিগগিরই বিমান প্রতিরক্ষা ক্ষেপনাস্ত্র উন্মোচনের ঘোষণা দিল ইরান। দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী- আইআরজিসি'র অ্যারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ-এর বরাত দিয়ে এমন খবর দিয়ে ইরানী সংবাদ মাধ্যমগুলো।

আইআরজিসি অ্যারোস্পেস প্রধান জানান, খুব কাছাকাছি সময়ে বিমান প্রতিরক্ষা খাতে কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে তার বাহিনী। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩তম বার্ষিকী উপলক্ষে বিপ্লবী নেতা ইমাম খোমেনী‘র স্মরণে সোমবার ৭ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। জেনারেল হাজিজাদেহ জানান, এ ধরণের ক্ষেপণাস্ত্র বেশ আগেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে এগুলো আইআরজিসি'র যুদ্ধ সক্ষমতার অংশ।

ইরানের ওপর ধারাবাহিক মার্কিন কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যালিস্টিক-সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে বড় ধরণের সফলতা অর্জন করেছে তেহরান। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের এক গবেষণায় জানানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বিস্তৃত এবং মধ্যপ্রাচ্যের যে কোন দেশের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা অনেক বেশি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]