8350

04/25/2025 ‘এ গ্রেড’ পেয়েছেন পূজা চেরী

‘এ গ্রেড’ পেয়েছেন পূজা চেরী

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৯

রোববার দুপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন নায়িকা পূজা চেরী।

পূজা মানবিক বিভাগ থেকে ৪.০৮ (এ গ্রেড) পেয়েছেন বলে রোববার দুপুরে গণ্যমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, এই ফলাফলে ভীষণ খুশী আমি। আমার মা এবং পরিবারের সদস্যরা প্রত্যেকেই অনেক খুশী হয়েছেন।

পরীক্ষার সময়টাতে পূজার শুটিং করে কেটেছে। একবার সুনামগঞ্জ আরেকবার জামালপুর। তিনি জানান, হৃদিতা ও গলুই দুই সিনেমার শুটিং ছিল পরীক্ষায় সময়টাতে। শুটিং করেছেন আবার পরীক্ষা দিয়েছেন। এতে যে রেজাল্ট হয়েছে সেটা অনেক বেশি।

পূজা বলেন, কেউ বিশ্বাস করবে কিনা জানিনা, তবে আমি ও আমার পরিবার জানে পরীক্ষার আগের রাতে যতটুকু পেরেছি পড়েছি। এর আগে একটিবারের জন্যই বই হাতে নেইনি। সবসময় শুটিং করে কাজের মধ্যে কেটেছে। পরীক্ষার আগের রাতে পড়েও যে ‘এ গ্রেড’ পেয়েছি এটাই আমার কাছে অনেক। ভেবেছিলাম টেনেটুনে পাশ করবো। যা পেয়েছি প্রত্যাশার চেয়ে বেশি।

তিনি বলেন, সবে রেজাল্ট দিল। এখনও চূড়ান্ত করিনি কোন ভার্সিটিতে পড়বো। তবে ইচ্ছে আছে আইন বিষয়ে উচ্চতর পড়ার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]