9060

04/25/2025 টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১ এপ্রিল ২০২২ ০০:০৮

ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার পর এবার টেস্টের মিশনে নামলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তিনি নিয়েছেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) টস ভাগ্যটা সঙ্গে থাকল বাংলাদেশের। টেস্ট ম্যাচটিতে তামিম ইকবালের একাদশে থাকার কথা থাকলেও পেটে পীড়ার কারণে তিনি নেই।

সকালে ফিটনেস পরীক্ষার পর একাদশের বাইরে রাখা হয়েছে পিঠের ব্যথায় আক্রান্ত শরীফুল ইসলামকেও। ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে খেলছেন আরেক পেসার খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে একবারও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। পাঁচ ম্যাচে হার ইনিংস ব্যবধানে, অন্য ম্যাচে পরাজয়ের ব্যবধান ৩৩৩ রানে।

তবে এবার অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে বাংলাদেশ দল। পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের যেখানে রয়েছে ২০৬ টেস্ট খেলার অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন ৩৬২ টেস্ট।

এছাড়া প্রথম ম্যাচের ডারবানের কিংসমিডে খেলা ৪৪ টেস্টে প্রোটিয়াদের পরাজয়ই বেশি। এই মাঠে তারা জিতেছে ১৪ ম্যাচ, বিপরীতে হেরেছে ১৬টি।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]