9110

04/25/2025 ইউক্রেনের বুচায় রাশিয়ার গণহত্যা

ইউক্রেনের বুচায় রাশিয়ার গণহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

৪ এপ্রিল ২০২২ ২৩:৫২

ইউক্রেনের বুচা ছেড়ে যাওয়ার আগে গণহত্যা চালিয়েছে রাশিয়ান বাহিনী। রাজধানী কিয়েভ থেকে ৩৭ কিলোমিটর উত্তর-পশ্চিমের শহরটি পুনরায় ইউক্রেন বাহিনীর অধীনে যাওয়ার পর গণহত্যার অনেক ছবি প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

রোববার ৩ এপ্রিল, বুচার মেয়র আনাতোলি ফেদরুক জানান, রুশ সেনারা শহরটিতে অন্তত ৩০০ লাশ ফেলে রেখে গেছে। নিহত বেশিরভাগেরই পিঠমোড়া দিয়ে হাত ও পা বাঁধা ছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বেশিরভাগ মানুষকে শুধু মাথায় ঠেকিয়ে গুলি করা হয়েছে। বুচার আবাসিক এলাকায় বাসিন্দাদের বাড়ীর সামনে রাশিয়ান বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, রাশিয়ান বাহিনী ছেড়ে যাওয়ার পর ৪১০টি বেসামরিক লোকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে কিয়েভ অঞ্চল থেকে।

বুচার রাস্তায় ধ্বংস হওয়ার রাশিয়ার সামরিক যান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গণহত্যার ছবিগুলো দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন। এমন গণহত্যায় নিরপেক্ষ তদন্তের আহবান জানান তিনি।

এদিকে ইউক্রেনের বুচায় বেসামরিক গণহত্যাকে অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]