9123

04/29/2025 বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করলেন সোনম কাপুর

বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

৫ এপ্রিল ২০২২ ০৩:৪২

বলিউডে অভিনেত্রী সোনম কাপুর মা হতে যাচ্ছেন। তিনি এ খবর জানিয়েছিলেন গত মাসে। এবার ‘বেবিবাম্প’ নিয়ে ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোনম ইনস্টাগ্রামে। জানা গেছে, ধবধবে সাদা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আবু জানির জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন সোনম। সেই ছবিই শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ইনস্টগ্রামে শেয়ার করা ওই ছবিতে আইভরি শাড়ি পরা সোনমকে দেখতে ঠিক পরীর মতোই লাগছে। ছবিতে সোনমের চুল খোলা, কান ও গলায় ভারী গয়না। ছবিতে সোনমকে একজন অভিজাত ইন্ডিয়ান নারীর মতো লাগছে। ভক্তরাও কমেন্ট সেকশনে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, সোনম কাপুরের প্রেগনেন্সির চতুর্থ মাস চলছে। চলতি বছরের আগস্টের তৃতীয় সপ্তাহে তার ডেলিভারির সম্ভাবনা রয়েছে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]