সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘শামীম ওসমান পালিয়ে গেলেও দোসরদের বিরুদ্ধে লড়তে হচ্ছে’


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৪৬

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০১:১৮

ছবিঃ মামুন রশিদ

নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান পালিয়ে গেলেও তার দোসরদের বিরুদ্ধে বিএনপির নিবেদিত নেতাকর্মীদের লড়াই করতে হচ্ছে। এ চক্রটি বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করার জন্য মিথ্যা প্রচারণা, কাল্পনিক অভিযোগ সামনে এনে বিশৃঙ্খলা তৈরি করছে। ফ্যাসিবাদের এই দোসরদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে এখনই নেতাকর্মীদের সোচ্চার হতে হবে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে অভিযোগ দেওয়া ও অপপ্রচার চালানো হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অবিলম্বে এই ধরণের কর্মকাণ্ড বন্ধ না হলে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন এই বিএনপি নেতা।

সম্প্রতি স্থানীয় একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে রিয়াদ চৌধুরী বলেন, চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি ভোরে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাতে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, শামীম ওসমানের ক্যাডার আক্তার, সুমনদের সন্ত্রাসী বাহিনী গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দিন নিহতের স্ত্রী বাদী হয়ে আক্তার ও সুমনসহ এগারজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে আক্তার, সুমনের বাড়ির কেয়ারটেকারসহ ৭ থেকে ৮ জনকে গ্রেফতারও করেছে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। কিন্তু এই হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে মানববন্ধন করে উদ্ভট, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। ভাড়াটে লোকজন দিয়ে এই কর্মসূচি করা হয়েছে।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ফতুল্লার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষরা ফতুল্লার মসজিদ, মাদরাসা, কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়সহ বহু সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের ভূমির দাতা। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী। অথচ গত ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে রইসউদ্দিন নামের এক ব্যক্তি মানববন্ধন করে যেখানে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এসব অভিযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি।

বিএনপি নেতা বলেন, মানববন্ধনে ফতুল্লার হোসেন টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে। অথচ গতবছরে ১১ সেপ্টেম্বর হোসেন টেক্সটাইলের পাশে বিএনপি ও স্থানীয়দের করা সন্ত্রাস-চাঁদাবাজি, ও মাদকবিরোধী শান্তি মিছিল ছিল। যেখানে এই আক্তার, সুমনের বাহিনীর লোকজন হামলা ও গুলিবর্ষণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেককে আহত করে। পরে সেই ঘটনায় মামলা হলেও তাতে আমার নাম নেই। জড়িত থাকলে আমার তো আসামি হওয়ার কথা।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে কোনো দলীয় সরকার নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই আমার বিরুদ্ধে অভিযোগ জমা থাকত। আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হত। তেমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।

এই বিএনপি নেতা বলেন, দেশব্যাপী আওয়ামী দোসরদের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা মিথ্যাচার ও অপপ্রচারের স্বীকার হচ্ছে। ফতুল্লাতেও আওয়ামী দোসরদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করছে। এই চক্রের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতাদের মধ্যে রুহুল আমিন শিকদার, হানিফ কবির, সুমন আকবর, আনিস রহমান, সাগর সিদ্দিকী, কামাল আহম্মেদ, মিলন টালি, জহির চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন রবিন, যুবদলের আ. খালেক টিপু, সালাউদ্দিন রানা, কৃষকদলের জুয়েল আরমান, শ্রমিক দলের শাহ আলম পাটোয়ারী, আল আমিন, তাঁতি দলের ইউনুস মাস্টার, ইমন, ছাত্রদলের আল আমিন, রূপম, আল আমিন প্রমুখ।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top