শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


হাসনাতের উদ্দেশে চিঠি লিখে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১৮:৪১

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ২১:২৭

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।

গত ২৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা একটি চিঠিতে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে মাসুদকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

ফেসবুকে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে একটি চিঠিতে এ ইউ মাসুদ লেখেন, এন‌সি‌পির সূচনালগ্ন থে‌কে আমি সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এ কমিটি গঠন করা হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। তাছাড়া আমি এই পদে থাকব, এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি।

‘এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার এই কমিটি থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে ঘোষণা করছি যে, এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনোরূপ সম্পর্ক থাকবে না।’

এ ইউ মাসুদের অভিযোগের বিষয়ে দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকেই এ ইউ মাসুদের বিষয়ে নানা অভিযোগ আসে। তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি। এ কারণে কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক –কোনোটাই ঘটেনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top