বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিকেলে এই সমাবেশ শুরু হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর মহানগর শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে সভাপতিত্ব করছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top