শারীরিক অবস্থার অবনতি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অপারেশন চলছে
প্রকাশিত:
৫ জুন ২০২০ ১৭:৩২
আপডেট:
৬ জুন ২০২০ ২২:০২

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আজ শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর অবস্থার উন্নতি হয়েছিল। এখন তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি মীর মোশাররফ হোসেন সময়নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক করে। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।
মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ তাঁর বাবাকে কেবিনে নেওয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। এখন তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে। সবার কাছে দোয়া চান তিনি।
মোহাম্মদ নাসিম শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সম্পর্কিত বিষয়:
মোহাম্মদ নাসিম স্পেশাইজড হাসপাতাল প্রফেসর ডা. রাজিউল হক সাংসদ তানভীর শাকিল জয় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: