দীর্ঘ সাড়ে ৬ মাস পর বিএনপি কার্যালয়ে রিজভী
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ১৮:২৭
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৫৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘ প্রায় সাড়ে ৬ মাস পর বুধবার (৬ অক্টোবর) দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন তিনি।
গত ১৬ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসলে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে।
করোনামুক্ত হয়ে গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি। বাসায় বসেই চিকিৎসা নেন। পরবর্তী সময়ে কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এত দিন দলীয় কার্যালয়ে আসেননি।
আপনার মূল্যবান মতামত দিন: