স্ত্রীসহ বিএনপি নেতা মঞ্জু করোনায় আক্রান্ত
প্রকাশিত:
১০ জুন ২০২০ ১৭:১৭
আপডেট:
১০ জুন ২০২০ ২০:৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন নভেল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ইসলাম মঞ্জুর করোনা পজেটিভ এসেছে। এর কয়েক ঘণ্টা আগেই দুপুরে তার স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। এখন দুজনই বাসায় আইসোলেশনে আছেন। আপাতত সেখানে থেকেই চিকিৎসা নেবেন তারা।’
নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর খুলনা নগরীর মিয়াপাড়ায় অবস্থিত তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
আপনার মূল্যবান মতামত দিন: