বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০১:৪৫
আপডেট:
৮ নভেম্বর ২০২১ ০৭:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকেলে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।
রোববার (৭ নভেম্বর) খালেদা জিয়ায় প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: