বিএনপির কাছে দেশ নিরাপদ নয়: কাদের
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৩:৪৯
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০২:৫৪

কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া-বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দূরনিয়ন্ত্রিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের রোববার (৭ নভেম্বর) সকালে তার বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন।
‘বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, এসডিজি অগ্রগতির জন্য সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘে পুরস্কারপ্রাপ্তি এবং সারা দুনিয়ায় উন্নয়ন-অর্জনের জন্য যখন প্রশংসিত হচ্ছে, তখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলাটা হাস্যকর।
সেতুমন্ত্রী আরও বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির। অন্যদিকে, আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত, জনমতের প্রতিফল।
আপনার মূল্যবান মতামত দিন: