শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

ছবি : সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এ বছরের মূল প্রতিপাদ্য—‘মক্কা থেকে বিশ্বে’।

হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

এ বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) সম্মেলনে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামের মাধ্যমে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের নতুন পদ্ধতিও তারা প্রদর্শন করবে।

প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অলাভজনক সংস্থাগুলোও হজ সেবার মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতের নতুন উদ্যোগ তুলে ধরবে।

৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকবে ২৬০টির বেশি প্রতিষ্ঠান। সেখানে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবায় নতুন সমাধান তৈরিতে প্রতিযোগিতা করবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা একে বিশ্বের একমাত্র আন্তর্জাতিক বিশেষায়িত প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন, যা হজ ব্যবস্থাপনার উন্নয়ন, উদ্ভাবন এবং সরকারি-বেসরকারি সংস্থা ও অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব বাড়াতে সহায়ক হবে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top