শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিপদে যে দোয়া পড়বেন


প্রকাশিত:
৮ মে ২০২২ ০৩:১৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৭:২৩

প্রতীকি ছবি

বিপদ থেকে বাঁচতে প্রয়োজন সাহায্য ও ক্ষমতা। আর তা যদি হয় মহান আল্লাহর পক্ষ থেকে তবে মানুষের কোনো বিপদই থাকবে না। আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনুল কারিমে এমনই একটি দোয়া তুলে ধরেছেন; যাতে আছে ক্ষমতা ও সাহায্য প্রার্থনার চমৎকার আবেদন। মুমিন বান্দার জন্য এ দোয়াটি হতে পারে সব বিপদ থেকে হেফাজত থাকার মাধ্যম।

কোরআনুল কারিমে ওঠে আসা দোয়াটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার এক টুকরো পরশ পাথর। তাই বান্দা প্রতিটি পদে পদে আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করবেন-

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুখরাঝা সিদকিও ওয়াঝআললি মিল্লাদুংকা সুলত্বানান নাসিরা।'

অর্থ : 'হে আমার প্রভু! আমাকে যেখানে প্রবেশ করাবেন, কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন। আর যেখান থেকে বের করবেন (তাও) কল্যাণের সঙ্গে বের করবেন। আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন, যার সঙ্গে (আপনার) সাহায্য থাকবে।' (সুরা বনি ইসরাঈল : আয়াত ৮০)

কোরআনুল কারিমের এ আয়াতটি একটি প্রাণবন্ত ও আবেগময় দোয়া। মানুষের প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয়, তবে সে আবেগ ও প্রাণবন্ত আবেদন আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

হাদিস দোয়া আয়াত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top