বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নেইমারের ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট : মেসি


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২২ ২২:২৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২২:৪৯

ছবি সংগৃহিত

নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন, এমনটা ঘোষণা দিয়েই দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার মতো স্পষ্ট না হলেও ব্রাজিল তারকা নেইমার জানিয়ে রেখেছেন তারও শেষ বিশ্বকাপ হয়ে যেতে পারে এবারের আসর। নিজেদের শেষ বিশ্বকাপটা যে দু’জন শিরোপা জিতেই শেষ করতে চান, তা বলাই বাহুল্য।

তবে বিশ্বকাপ শুরুর আগে এই দৌড়ে মেসি এগিয়ে রাখছেন তার পিএসজি সতীর্থকেই। জানালেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফেভারিট। বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনা ফেভারিট, এমনটা মোটেও মানছেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী।

মেসির ভাষ্য, ‘যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’

যদিও সাবেক বার্সা অধিনায়ক এটাও জানালেন, যে-ই ফেভারিট থাকুক, বিশ্বকাপ জেতাটা মোটেও সহজ কাজ নয়। বললেন, ‘তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। তার আগে দল নিয়ে বেশ সতর্কই শোনাল মেসিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী আছেন বটে, তবে ক্ষয়রোগের ভয় তো আর উড়িয়ে দেওয়া যায় না! তাই মেসি বেশ সাবধানেই পা ফেলতে চাইছেন। বললেন, ‘ভালো ভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তা হলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।’

গত রোববার পিএসজির শেষ ম্যাচটা খেলে আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। সোজা ছুট দিয়েছেন মধ্যপ্রাচ্যে, যেখানে তা জন্য অপেক্ষায় ছিল দল। পৌঁছেই নেমে গেছেন মাঠে। মেসি এর কারণটাও জানালেন, ‘মাঠে একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত একসঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।’


সম্পর্কিত বিষয়:

বিশ্বকাপ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top