মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘১৮ সেকেন্ডের জন্য’ বিশ্বকাপ দল থেকে বাদ ফন নিকার্ক


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৬

আপডেট:
৬ মে ২০২৫ ০৬:১৬

 ফাইল ছবি

ফিটনেস টেস্টে উতরাতে পারেননি বলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা হয়নি অধিনায়ক ডেন ফন নিকার্কের। দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণা করা হয়েছে। ফন নিকার্কের বদলে দলকে নেতৃত্ব দেবেন সুনে লুস।

অ্যাঙ্কেলের চোটে গত সেপ্টেম্বর থেকেই খেলার বাইরে নিকার্ক। দলের প্রধান কোচ হিল্টন মরিং আশা করেছিলেন, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি। তবে বোর্ডের দেওয়া ফিটনেস টেস্টের সব মানদণ্ড পূরণ করতে পারেননি ফন নিকার্ক।

ফন নিকার্ক মূলত ব্যর্থ হয়েছেন ৯ মিনিট ৩০ সেকেন্ডে ২ কিলোমিটার দৌড়াতে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, ২ কিলোমিটার দৌড়াতে নির্দিষ্ট সময়ের চেয়ে ১৮ সেকেন্ড বেশি নিয়েছেন ফন নিকার্ক। যদিও এ ক্ষেত্রে নিজের সেরা ‘পারফরম্যান্স’টিই দিয়েছেন তিনি। ২৭ জানুয়ারি সর্বশেষ ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হয় ফন নিকার্ককে।

ফিটনেস টেস্ট পার হতে পারেননি বলে চলমান ত্রিদেশীয় সিরিজেও দলে জায়গা পাননি ফন নিকার্ক। ভারতের বিপক্ষে এ সিরিজের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত কারণে ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফন নিকার্কের দাম্পত্য সঙ্গী মারিজান কাপ।

আরও পড়ুন
সব আম্পায়ার নারী, ইতিহাস গড়ছে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন নারীরা

কাপ অবশ্য বিশ্বকাপের দলে আছেন ঠিকই, তবে ঘোষণার পর স্ত্রীর ছবি পোস্ট করে ক্যাপশনে হৃদয়ভঙ্গের ইমোজি দিয়েছেন। পরে ফন নিকার্ক নিজের আইডি থেকে এক পোস্টে লিখেছেন, ‘পুরো ভেঙে পড়েছি।’

এমনিতে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে থেকে ফিটনেস অনুশীলন করেছেন ফন নিকার্ক। গত এক বছরে ১০ কেজি ওজনও কমান, ফিটনেস টেস্টের অন্য সব মানদণ্ডও পূর্ণ করেছেন। শুধু ২ কিলোমিটার দৌড়ের ব্যাপারটিতেই আটকে গেছেন।

অবশ্য ফিটনেস টেস্ট পাস করতে ফন নিকার্ককে সব রকম সুযোগই দেওয়া হয়েছে, এমন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী দলের নির্বাচকদের আহ্বায়ক ক্লিন্টন ডু প্রিজ। ফিটনেসের ওপর ভিত্তি করেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। অবশ্য ফিটনেসের কারণে তাঁকে বাদ দেওয়া হলেও ফন নিকার্কের স্কিল তাঁরা মিস করবেন, সেটিও স্বীকার করেছেন ডু প্রিজ। তবু এসব সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁরা ধারাবাহিক থাকতে চান।

গত দুই বছরে ফিটনেস নিয়ে বেশ কড়াকড়ি করছে দক্ষিণ আফ্রিকা। এর আগে শরীরের ওজনসংক্রান্ত মানদণ্ড পূর্ণ করতে পারেননি বলে বাদ দেওয়া হয়েছিল লিজেল লিকে। এই ব্যাটার পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন।

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ একই গ্রুপে। গ্রুপ ‘এ’-তে বাকি দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ১০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ২১ ফেব্রুয়ারি। গ্রুপ ‘বি’-তে আছে ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল
সুনে লুস (অধিনায়ক), ক্লোয়ি ট্রাইয়ন (সহ-অধিনায়ক), আন্নেকে বশ্চ, টাজমিন ব্রিটস, ন্যাডাইন ডি ক্লার্ক, লারা গুডল, শবনিম ইসমাইল, সিনালো জাফটা, মারিজান কাপ, আয়াবঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, লরা ভলভার্ডট, ননকুলুলেকো এমলাবা, ডেলমি টাকার, আনেরি ডার্কসেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top