শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বৃষ্টির বাঁধায় সিডনিতে আগেভাগেই শেষ দ্বিতীয় দিনের খেলা


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ১৩:১৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৬

ছবি-সংগৃহীত

আমির জামালের ৮২ রানের ইনিংসের সুবাদে সিডনি টেস্টের প্রথম দিনে ৩১৩ রান করে অলআউট হয়েছিল পাকিস্তান। এরপর কোনো উইকেট না হারিয়ে ৬ রান তুলে দিন শেষ করে অজিরা। আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১১৬ রান করার পর চোখ রাঙায় বৃষ্টি। বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতিতে যাওয়ার পর শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এর আগে আজ সকালে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওসমান খাজা এবং ডেভিড ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬৮ বলে ৩৪ রান করে আগা সালমানের বলে বাবর আজমের মুঠোবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এরপর ব্যাট হাতে খাজার সঙ্গী হন মার্নাস লাবুশেন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান। পাকিস্তানি বোলারদের সামলে খাজা এগিয়ে যাচ্ছিলেন নিজের ব্যক্তিগত অর্ধশতকের দিকে। তবে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই দলীয় ১০৮ রানে আমির জামালের বলে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এরপর খেলা হয়েছে আর ৩.৩ ওভার। এরপরই মাঠে আলোকস্বল্পতা দেখা দিলে বন্ধ হয় খেলা। আম্পায়াররা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে স্পিনারদের দিয়ে বল করানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মাসুদ তাতে রাজি হননি। তিনি এক প্রান্ত থেকে আমির জামালকে বল করানোর ইচ্ছা পোষণ করেন। এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আকাশে তখন চোখ রাঙাতে থাকে বৃষ্টি। ফলে আগেভাগেই চা বিরতিতে যায় দুই দল।

এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে অস্ট্রেলিয়া, পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১৯৭ রানে। আগামীকাল তৃতীয় দিনে নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পূর্বে শুরু হবে খেলা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top