শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বড় রানের ম্যাচে বরিশালকে হারিয়ে যা বললেন বিজয়


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ১২:১১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০২:৪৭

ফাইল ছবি

বিপিএলের এবারের আসরের শুরু ম্যাচগুলোতে বড় রান হচ্ছে না দেখে অনেকেরই আক্ষেপ ছিল। তবে তা কিছুটা দূর হয়েছে গতকাল। খুলনা টাইটান্সের বিপক্ষে কাল প্রায় দুইশ রানের সংগ্রহ পায় ফরচুন বরিশাল। শুধু তাই নয়, পরে আবার তা সফলভাবে চেজ করে ম্যাচটা জিতেও নিয়েছে এনামুল হক বিজয়ের খুলনা। এরপর সংবাদ সম্মেলনে খুলনার এই অধিনায়ক বলেছেন, এমন ম্যাচ বিপিএল জমিয়ে তুলবে।

গতকাল খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তামিম, ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় বরিশাল। পরে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিজয়ের দায়িত্বশীল ইনিংস এবং এভিন লুইসের ঝড়ে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে খুলনা।

এমন ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বুজয় বলেন, ‘টুর্নামেন্টে কিন্তু এত রান এখনো হয়নি। এমন ম্যাচে জয় বা হার, ফল যা-ই হোক না কেন, এটা কিন্তু টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করে। আমি মনে করি, আজকের ম্যাচটা পুরো টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করবে। আমি আশা করি, এমন একটা ম্যাচ হচ্ছে, সবাই দেখতে আসবে। ভালো ফিল করবে।’

তামিমদের বরিশালের বিপক্ষে এই জয় খুলনার জন্য আত্মবিশ্বাসের এমন জানিয়ে বিজয় বলেন, ‘একটা দলে যখন খেলি, তখন ব্যাট-বলের লড়াইটা সব সময় চলতে থাকে। আমরা কোন নামের বিচারে যাই না। বড় দল, ছোট দলের চিন্তা অধিনায়ক হিসেবে করি না, দলও করে না। চিন্তা করে ভালো জায়গায় বল করাটা সবার জন্য ভালো। খারাপ বলটা সবার জন্য খারাপ। অবশ্যই নামের বিচারে তাঁরা অনেক এগিয়ে। মুশফিক ভাই সেরা, রিয়াদ ভাই আছেন, তামিম ভাই অন্যতম সেরা ব্যাটসম্যান। অবশ্যই তাদের বিপক্ষে জেতার পর ভালো লাগা কাজ করবে। আমি মনে করি খুলনার আত্মবিশ্বাসে এই জয় কাজে দেবে। সব মিলিয়ে বিপিএলের জন্য একটা দারুণ হাইপ তৈরি হবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top