মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘ওদের সামনে টাকা দেন সব করবে’ ওয়াসিম-ওয়াকারকে ধুয়ে দিলেন রশিদ


প্রকাশিত:
৮ মার্চ ২০২৫ ১১:৩৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ২২:১৪

ছবি সংগৃহীত

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফ্র আয়োজক পাকিস্তান। তবে এ টুর্নামেন্ট থেকে ম্যান ইন গ্রিনরা বাদ পড়েছে সবার আগে। নিউজিল্যান্ডের পর ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আসর থেকে। এদিকে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যর্থতার পর বেশ কড়া ভাষায় সমালোচনা করতে দেখা যায় দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসকে। এবার তাদেরই একহাত নিলেন নব্বইয়ের দশকের আরেক ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার–ব্যাটসম্যান ওয়াসিম-ওয়াকারের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছিলেন ক্রিকেটের দুই বিখ্যাত ‘ডব্লিউ’। এবার সেই প্রসঙ্গ ধরেই ওয়াসিম-ওয়াকারকে রীতিমতো ব্যক্তি আক্রমণ করে বসলেন রশিদ।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, ‘দুবাইর ছেলেরা শোরগোল ফেলে দিয়েছে। তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে। অথচ গোটা ক্যারিয়ারে দুজন লড়াই করেছে যেটা পাকিস্তান ক্রিকেটকে আক্রান্ত করেছিল। আজব মানুষ তারা। তাদের সামনে টাকা ছেড়ে দেন, তারা যেকোনো কিছু করবে।’

নব্বুই দশকে বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন ওয়াসিম-ওয়াকার। তবে তাদের এই প্রভাবে পাকিস্তানের কোন অর্জন খুঁজে পাচ্ছেন না রশিদ। এ প্রসঙ্গে রশিদ আরও বলেন, ‘নব্বইয়ের দশকের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটের জন্য কিছু করেনি বলেই আমাদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। এই সময়ের ক্রিকেটারদের ক্রিকেট প্রশাসন এবং দলের থেকে দূরে রাখতে পারলে হয়তো আমরা আরেকটি বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারব। ওরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের ক্রিকেটের সেবা করেছে। এখন ওদের বিশ্রাম নেওয়া উচিত।’

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০০৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৭ বছর পর আবার বিশ্বসেরা হয়েছিল তারা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়নও। তবু সেমিফাইনালে উঠতে পারেননি রিজওয়ানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সে দেশের সাবেক ক্রিকেটাররা নানা মত দিচ্ছেন।

এ নিয়েই ওয়াসিম ও ওয়াকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রশিদ। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে এমন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানো নতুন কিছু নয়। একজন আরেকজনকে প্রায়ই আক্রমণ করেন তারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top