অস্কার জিতলেন লামিন ইয়ামাল
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫ ১৫:৫৪
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৩:১৩

মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল। ইতোমধ্যেই তিনি হয়ে উঠেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এক অবিচ্ছেদ্য অংশ। ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার পেলেন ‘লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড।
গতকাল মাদ্রিদে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। তবে ইয়ামাল না যাওয়ায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন সাবেক বার্সা মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা। তিনিই অনুষ্ঠানে ইয়ামালের নাম ঘোষণা করেন এবং পুরস্কার গ্রহণ করেন।
ইয়ামাল পুরস্কার পাওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি তার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেবলেন, 'এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বার্সেলোনা ও স্পেনের সতীর্থদের ধন্যবাদ জানাই, যাঁদের সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না।'
এর আগে ইউরো ২০২৪ স্পেনকে জয় এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্প্যানিশ এই তরুন তারকা। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জয় করেন বার্সার হয়ে। চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৌড়েও আছে তার ক্লাব।
ব্যক্তিগত পুরস্কারেও পিছিয়ে নেই ইয়ামাল। এর আগে তিনি কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন। অনুষ্ঠানে লুইস দে লা ফুয়েন্তে, স্পেন জাতীয় দলের কোচ, তার প্রশংসা করে বলেন, 'লামিন আমাদের ভবিষ্যৎ, ওর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।'
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: