মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রিয়ালকে ‘হ্যাঁ’ আলনসোর! জুনে মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত আনচেলত্তির


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ২২:১৯

ছবি সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে যেন পুরনো এক গল্পের পাতা ওল্টাতে চলেছে। এক সময় যিনি এই মাঠের মাঝখান থেকে পুরো খেলাটাকে সাজিয়ে দিতেন নিজের ছন্দে, সেই জাবি আলনসোকে নিয়েই এখন নতুন করে আশায় বুক বাঁধছে রিয়াল মাদ্রিদ। তবে এবার তার ফেরাটা ফুটবলের ১২০ গজে নয়, ফেরাট হচ্ছে কোচের ভূমিকায়।

রিয়ালের জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত জাবি ছিলেন মাঝমাঠের ত্রাতা। ঠান্ডা মাথায় খেলা গুছিয়ে নেওয়ার তার সেই স্কিল রিয়াল ভক্তরা এখনও হয়তো ভুলে যায়নি! আর এখন তিনি হয়ে উঠেছেন কোচিং দুনিয়াতে বড় এক নাম।

আর এখন? তিনি কোচিং দুনিয়ায়ও হয়ে উঠেছেন এক বড় নাম। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের কোচ হয়ে এবারের মৌসুমে দলকে নিয়ে গেছেন অপরাজিতভাবে লিগ শিরোপা পর্যন্ত। সেই আলোনসোকেই আনচেলত্তির স্থলভক্তি করে নতুন রূপে বার্নাব্যুতে স্বাগত জানাতে যাচ্ছে। এমনটায় জানাচ্ছে দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো।

ফ্যাব্রিজিও রোমানো এরই মধ্যে জানিয়েছেন, আলনসো ‘হ্যাঁ’ বলে দিয়েছেন রিয়ালের প্রস্তাবে। অর্থাৎ, খুব শিগগিরই লেভারকুজেনকে বিদায় জানাতে যাচ্ছেন এই স্প্যানিশ কিংবদন্তি। যদিও তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

তবে চুক্তিতে আগে থেকেই রাখা ছিল এক বিশেষ শর্ত। যদি রিয়াল মাদ্রিদ, লিভারপুল কিংবা রিয়াল সোসিয়েদাদ প্রস্তাব দেয়, তবে বাধা হবে না লেভারকুজেনের পক্ষ থেকে, এমনটায় জানা যায়।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, আনচেলত্তির সময় শেষের পথে। এই জুনেই বিদায় নিতে যাচ্ছেন ভিনিসিয়ুস-এমবাপেদের এই কোচ। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ইতোমধ্যে তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে এই ইতালিয়ান কোচকে।

অন্যদিকে, রিয়ালের ভবিষ্যৎ চিন্তা পরিষ্কার আলনসো। একসময় মাঠে যার পাসে ছন্দ খুঁজে পেত লস ব্ল্যাঙ্কোস, এবার তিনিই হয়তো নতুন ছন্দ তৈরি করবেন কোচিংয়ের ছকে। লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দিয়ে অলক্ষ্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি। মাঠের বাইরে থেকেও খেলাটা ঠিক কতটা বোঝেন।

তবে এখনো নিশ্চিত কিছুই নয়। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি কিংবা আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তির নামও আলোচনায় আছে। কিন্তু আলনসোর ফুটবলীয় বুদ্ধিমত্তা ও রিয়ালের সঙ্গে তার আত্মিক সম্পর্ককে গুরুত্ব দিলে, তিনি স্পষ্টভাবে এগিয়ে, এমনটায় জানায় ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top