মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়


প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ১০:৫১

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৭:১৮

ছবি সংগৃহীত

আক্রমণ-প্রতি আক্রমণ, লিডের পর আবারও গোল শোধ। শেষ পর্যন্ত টিকেছে আল হিলালের লিডটাই। ম্যানচেস্টার সিটির সঙ্গে রুদ্ধশ্বাস এই থ্রিলার ম্যাচে হয়েছে ৭টি গোল। যেখানে সৌদি আরবের ক্লাবই শেষ হাসি হেসেছে। পেপ গার্দিওলার ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল।

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের মুখোমুখি হয়। বল দখল থেকে শট নেওয়া সবদিকেই গার্দিওলার শিষ্যরা এগিয়ে থাকলেও ম্যাচের ফল গেছে বিপক্ষে। যদিও ম্যাচে গোলের সূচনাও করে সিটি। তবে এরপর বাকি তিনবারই লিড নিয়ে আল হিলাল স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখে। তাদের চতুর্থ গোল বাদে প্রতিবারই সমতায় ফিরেছিল সিটি।

এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল। দারুণ থ্রিলারে ম্যাচ সারাক্ষণ তাতিয়ে রাখলেও ম্যাচে তাদের দখলে বল ছিল ৩১ শতাংশ। এ ছাড়া ১৭ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় আল হিলাল। বিপরীতে পজেশনে আধিপত্যের পাশাপাশি তাদের রক্ষণে রীতিমতো ত্রাস ছড়িয়ে ৩০টি শট নেয় সিটি, এর মধ্যে ১৪টি গোলের লক্ষ্যে ছিল।

৩২ দলের এই প্রতিযোগিতার গ্রুপপর্বে কেবল ম্যানসিটিই তিন ম্যাচের সবকটিতে জয় পায়। আল হিলালের সঙ্গে তাদের তুলনাটাও সেভাবে খাটে না। তবে সেই প্রতিপক্ষের কাছেই তাদের বড় আপসেট হতে হলো। আগের রাতে আরেক ইউরোপীয় জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এদিন আল হিলালের পক্ষে মার্কোস লিওনার্দো দুটি এবং ম্যালকম ও কালিদু কুলিবালি একটি করে গোল করেন। সিটির পক্ষে একটি করে গোল করেন বার্নার্দো সিলভা, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top