সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ১২:৫০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৩৬

ছবি সংগৃহীত

কিছুদিন আগেই ইয়ামালের সঙ্গে মডেল ফাতি ভাসকেজের প্রেমের গুঞ্জন উঠেছিলো। যিনি আবার ইয়ামালের চেয়ে বয়সে ১৩ বছরের বড়। এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন দুজনই। তবে এবার শোনা যাচ্ছে, ভাসকেজের সঙ্গে বিচ্ছেদ হয়ে নতুন প্রেম মজেছেন এই বার্সা তারকা।

বয়স ১৮ হওয়ার আগেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে একাধিক তরুণীর সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। প্রতিবারই উভয়পক্ষ সেসব খবর উড়িয়ে দেয়। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার দিন থেকে চলছে নতুন আলোচনা। ইয়ামালের জন্মদিনের দিন থেকেই নাকি আর্জেন্টাইন এক র‌্যাপারের সঙ্গে অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে তার।

ইয়ামালের সঙ্গে নতুন করে আলোচনায় আসা আর্জেন্টাইন র‌্যাপারের নাম নিকি নিকোল। তাকে স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। তবে দু’জনের দেখা-সাক্ষাতের ইতি ঘটেনি সেখানে। পরবর্তীতে দু’জন একসঙ্গে বিচ ক্লাবে রাত্রিযাপন করেছেন বলে স্প্যানিশ গণমাধ্যমে উঠে এসেছে।

স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাতে দু’জনের একসঙ্গে সমুদ্রের তীরবর্তী রিসোর্টে রাত্রিযাপনের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু চলছে!’ এর সঙ্গে জাভি হোয়োস যোগ করেন, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী, যিনি কখনোই ভুল তথ্য দেন না।’

এর আগে ইয়ামালের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তাদের দুইজনের মাঝে স্বাভাবিক আচরণই ছিল বলে উল্লেখ করেন জাভি। তবে তাদের পরস্পর রসিকতা করার দৃশ্যও নাকি নজর কেড়েছিল। গত ২৪শে জুলাই ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, দু’জন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন।

সেদিন ভোর ৪টার দিকে তারা একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছেন জাভি। এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে বরাবরের মতো ইয়ামালের দিক থেকে কোনো মন্তব্য আসেনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top