মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


৩৫৮ কোটির চুক্তি হারাল ভারত


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৬:৫৪

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৩:২২

ছবি ‍সংগৃহিত

ভারতের ক্রিকেটপ্রেমীরা যখন এশিয়া কাপের উত্তেজনায় ফুটছে, ঠিক তখনই বড় এক ধাক্কা খেলো বিসিসিআই। এক নতুন আইন, বহুল আলোচিত এবং ৩৫৮ কোটি টাকার চুক্তি বিসিসিআই ও ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের মধ্যে হওয়া জার্সি স্পনসরশিপচলে গেল ইতিহাসের পাতায়।

সম্প্রতি পাস হওয়া ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল-২০২৫’ কার্যকর হতেই কেঁপে উঠেছে গোটা অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। এই আইনে স্পষ্ট বলা হয়েছে, ভারতে অনলাইন মানি গেমিং চালানো, অফার করা বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এর সরাসরি প্রভাব এসে পড়েছে ক্রিকেটে, যেখানে অর্থভিত্তিক গেমিং প্ল্যাটফর্মগুলো স্পনসর হিসেবে বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, “নতুন আইন কার্যকর হওয়ার পর আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি। এখন থেকে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বিসিসিআই জড়াবে না, যারা এই আইনের আওতায় নিষিদ্ধ।”

এত বড় একটি চুক্তি হঠাৎ করে বাতিল—তা-ও আবার বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ যখন ভারতের জার্সির দিকে, তখন এমন ঘটনা বিস্ময়কর তো বটেই, ক্রিকেটীয় নাটকের একটি অন্যতম মোড় বলা চলে।

ড্রিম ইলেভেনের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের সম্মতিতেই চুক্তির ইতি ঘটেছে। কারণ, শুধু গেমিং সংস্থা নয়, নতুন আইনে যে কোনো প্রচারমাধ্যমকেও দায়ী করা যাবে অনলাইন মানি গেমিং প্রচারের জন্য। এমন ঝুঁকি নেওয়ার সুযোগ নেই বিসিসিআইয়ের মতো বড় সংস্থার।

ব্যাংকগুলোও অনলাইন মানি গেমিং সংক্রান্ত আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে, ফলে কার্যত থমকে গেছে গোটা ইন্ডাস্ট্রি। আর এমন টানটান পরিস্থিতির মধ্যে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। অথচ টুর্নামেন্টের একেবারে প্রাক্কালে ভারতের জার্সিতে নেই কোনো স্পনসর লোগো!

বিসিসিআই জানিয়েছে, “আগামী দুই সপ্তাহের মধ্যে যদি নতুন কোনো স্পনসর পাওয়া যায়, তবেই এশিয়া কাপে ভারতের জার্সিতে নতুন লোগো দেখা যাবে। নইলে দল খেলবে ‘ব্র্যান্ডহীন’ জার্সি পরে।”

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top