টেইলর সুইফট নাকি রোনালদো- কার বাগদানের আংটির দাম বেশি?
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৫:৪৫
আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২৩:৩২

তারকাদের জগত আলো ঝলমলে। সেই জগতে ঘটে কতো না বাহারি ঘটনা। এসব বাহারি ঘটনা সম্পর্কে জানতে তাদের ভক্তদেরও আগ্রহের কমতি নেই। সে তারকা ক্রীড়া জগতেরই হোক বা বিনোদন জগতের।
এই যেমন চলতি মাসেই বাগদান সেরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনাকে যে হীরার আংটি দিয়ে, তা নিয়ে নানা রকম আগ্রহ সিআরসেভেন সমর্থকদের। আবার গতকাল বাগদান সেরেছেন প্রখ্যাত পপ তারকা টেইলর সুইফট। তার এংগেজমেন্ট রিংও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল ২৬ আগস্ট বিশ্বজুড়ে ভক্তদের এক চমক দিইয়েছেন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। এদিন তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের বাগদানের ঘোষণা দেন। সুইফটের বাগদানের আংটি নিয়ে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা।
১৮ ক্যারেট হলুদ সোনায় বসানো ৮ ক্যারেটের ভিনটেজ ধাঁচের ওল্ড মাইন ব্রিলিয়ান্ট কাট হীরের আংটিটি তৈরি করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কাইন্ড্রেড লুবেক। ধারণা করা হচ্ছে, এই আংটির দাম কমপক্ষে ৫ লাখ ৫০ হাজার ডলার থেকে শুরু করে ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য হতে পারে ৬ থেকে ১২ কোটি টাকার বেশি।
অন্যদিকে, চলতি মাসের শুরুতেই- ১১ আগস্ট বাগদানের ঘোষণা দেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জর্জিনা রদ্রিগেজকে দেওয়া তার আংটিটি আকার ও মূল্যে একেবারেই অন্য মাত্রার। ৩৭ ক্যারেটের বিশালাকার ওভাল-কাট হীরক আংটি বসানো হয়েছে প্লাটিনামে। বিশেষজ্ঞদের মতে, এর বাজারমূল্য প্রায় ৫০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি থেকে ৫৮ কোটির বেশিও হতে পারে এর দাম। ইতিহাসের অন্যতম দামি সেলিব্রিটি এনগেজমেন্ট রিং এটিই।
সুইফটের আংটিটি কেবল আকারেই নয়, নকশায়ও অনন্য। ওল্ড মাইন ব্রিলিয়ান্ট কাট হীরা তার বিশেষ আকার ও মোটা ফেসেটের কারণে আলোকছটার ভিন্ন ঝলক তৈরি করে। আংটির সূক্ষ্ম প্রং সেটিং ও ছোট ছোট হীরা সুইফটের ভিনটেজ স্টাইলকে আরও ফুটিয়ে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, আংটির কারুকাজ ও ধাতব ব্যবহার সুইফটের ব্যক্তিত্ব ও পছন্দের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
অন্যদিকে, রোনালদোর দেওয়া আংটিটি পুরোপুরি বিলাসবহুল ও চোখ ধাঁধানো। ৩৭ ক্যারেটের ওভাল-কাট হীরক আংটি প্লাটিনামে বসানো হয়েছে। আকারে এটি এতটাই বিশাল যে সেলিব্রিটি দুনিয়ায় এর সমকক্ষ খুব কমই আছে। এই আংটির ট্রিপল-ওভাল থ্রি-স্টোন ডিজাইন অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে, যা এটিকে আলাদা মাত্রা দিয়েছে।
মূল্য ও আকারে রোনালদোর আংটি অনেক বেশি দৃষ্টি কাড়লেও, সুইফটের আংটি তার ভিনটেজ সৌন্দর্য ও ব্যক্তিগত স্টাইলের জন্য একেবারেই আলাদা। দিন শেষে উভয় আংটিই তাদের সম্পর্ক ও ভালোবাসার প্রতীক- এখানে টাকার অঙ্ক নয়, বরং প্রতিশ্রুতিই বড় বিষয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: