বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪০

ছবি ‍: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। এশিয়া কাপ ২০২৫-এ ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এটাই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ এই বছরের শুরুতে ঘটে যাওয়া পাহেলগাম সন্ত্রাসী হামলার পর। সেই ঘটনার কারণে দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হয়। তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনা থাকাটা স্বাভাবিক।

সাধারণত, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কয়েক ঘণ্টার মধ্যে টিকিট শেষ! কিন্তু এবার ব্যতিক্রম। ম্যাচের এক সপ্তাহেরও কম সময় বাকি, অথচ এখনো অনেক টিকিট অবিক্রীত।

কিন্তু এবার টিকিট বিক্রি না হওয়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আকাশছোঁয়া দাম ও বান্ডেল বিক্রয় কৌশল। ভায়াগোগো এবং প্ল্যাটিনামলিস্ট'র মতো অফিসিয়াল পোর্টালে টিকিট বিক্রি হচ্ছে প্রিমিয়াম হসপিটালিটি প্যাকেজের সঙ্গে, যা সাধারণ সমর্থকদের নাগালের বাইরে।

ভিআইপি সুইটস ইস্টের (দুই আসনের জন্য) টিকিটের দাম ধরা হয়েছে ২,৫৭,৮১৫ রুপি বা ৩,৫৭,৯০০ টাকা। এতে রয়েছে আাইল সিটিং, সীমাহীন খাবার ও পানীয়, লাউঞ্জ অ্যাক্সেস, আলাদা প্রবেশপথ এবং ব্যক্তিগত টয়লেট সুবিধা। রয়্যাল বক্সের দুই আসনের জন্য গুণতে হবে ২,৩০,৭০০ রুপি বা ৩২০,২৪০ টাকা। আর স্কাই বক্স ইস্টের দুই আসনের মূল্য ১,৬৭,৮৫১ রুপি বা ২৩৩,০১১ টাকা।

এমনকি মাঝারি স্তরের টিকিট যেমন প্ল্যাটিনাম (১০৫,০৩৯ টাকা) এবং গ্র্যান্ড লাউঞ্জের (৫৭,১৩২ টাকা) দামও অত্যধিক। সবচেয়ে সস্তা অপশন জেনারেল ইস্টের দাম প্রায় ১৩,৮৮২ টাকা (দুই আসনের জন্য)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top