বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


সাইমের অদ্ভুত রেকর্ড, টানা ৩ ম্যাচে শূন্য রানে আউট


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। এখন পর্যন্ত দলের হয়ে তিন ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে একটিতেও রানের খাতা খুলতে পারেননি তিনি। টানা তিন টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের এ ওপেনার।

এবারের এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ভারত ও ওমানের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছিলেন সাইম। বুধবার (১৭ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম বলটি আউট না হলেও পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে ডিপ থার্ড ম্যানে ধরা পড়েন এ ওপেনার। এ নিয়ে ৪২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারেই ৮ বার শূন্য রানের তেতো স্বাদ পেলেন তিনি।

টানা তিন শূন্যে একটি রেকর্ড গড়েছেন সাইম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে ওপেন করে শূন্য রান করা ছয় ব্যাটসম্যানের একজন এখন তিনি। সবার আগে এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সাইমেরই পূর্বসূরী মোহাম্মদ হাফিজের। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ইনিংস শুরু করতে নেমে টানা শূন্যতে সাজঘরে ফিরেছিলেন তিনি।

ওপেনার হিসেবে পরবর্তীতে এই ব্যর্থতার স্বাক্ষী হয়েছেন ২০২২ সালে রোয়ান্ডার ইমানুয়েল সাবেরিম, গত বছর নেপালের কুশাল ভুর্টেল, থাইল্যান্ডের চালোয়েমওং চাটফাইসান ও গত জুলাইয়ে সিঙ্গাপুরের আর্নাভ মানোজ। এবার তাদের সঙ্গী হলেন সাইম। টেস্ট খেলুড়ে দেশের মাঝে অবশ্য সাইম এই রেকর্ডে দ্বিতীয় স্থানে থাকছেন।

সব পজিশন মিলিয়ে মোট ৫৬ জন ক্রিকেটার টানা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে ফিরেছেন। তাদের মধ্যে একমাত্র ব্যাটা হিসেবে দুই দফায় এমন ‘হ্যাটট্রিক’ করেছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। এদিকে সব পজিশন মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ইনিংসে শূন্যতে বিদায় নেওয়ার বিশ্বরেকর্ড যৌথভাবে চারজনের।

মজার বিষয়, এখানেও সবার আগে আছে এক পাকিস্তানি ব্যাটসম্যানের নাম। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে শূন্য রানে ফেরেন আবদুল্লাহ শফিক। আড়াই বছর পর দলে ফিরে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে রান না করেই আবার আউট হন তিনি।

এই রেকর্ডে সঙ্গী হিসেবে ২০২৩ সালে হংকংয়ের আনাস খানকে পান শফিক। এরপর তুরস্কের জাফার দুরমুজ ও আইভরি কোস্টের ওউটারা জাকারিজা টানা চার ইনিংসে শূন্যর স্বাদ পান। পরের ম্যাচে সাইম এই তালিকায় নাম না তোলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন। অবশ্য নিশ্চিতভাবে লজ্জার এই রেকর্ড গড়তে চাইবেন না তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top