বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


মিয়ামিতেই শেষ হবে মেসির ক্যারিয়ার


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি মিয়ামিতে থাকছেন আরও দীর্ঘ সময়ের জন্য। ইএসপিএনের খবরে জানা গেছে, মিয়ামি ও মেসির মধ্যে নতুন বহু-বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি আছে কেবল কিছু আনুষ্ঠানিকতা, এরপরই মেজর লিগ সকারের (এমএলএস) অনুমোদনের মাধ্যমে এটি হবে সম্পূর্ণ।

শুরু থেকেই মেসি এবং ইন্টার মিয়ামির একে অপরের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইউরোপ কিংবা অন্যান্য লিগে ফিরে যাওয়ার গুঞ্জন থাকলেও, মেসি ও ক্লাব দু’পক্ষই স্পষ্ট করেছেন। তাদের মূল লক্ষ্য দক্ষিণ ফ্লোরিডাতেই পথচলা অব্যাহত রাখা।

২০২৩ সালের ১৫ জুলাই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই বদলে গেছে ক্লাবটির ভাগ্য। মেসির আগমনের কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দলকে এনে দেন লিগস কাপের শিরোপা। পরের বছর ২০২৪ মৌসুমে ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো জেতান সাপোর্টার্স’ শিল্ড, আর সঙ্গে গড়েন এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড।

চলতি ২০২৫ মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ২৮টি গোল, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। তিনিই এখনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়।

ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জে মাস আগেই জানিয়েছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’

সব মিলিয়ে বলা যায়, ইন্টার মিয়ামির ও মেসির এই চুক্তি শুধু ক্লাবের জন্য নয়, পুরো এমএলএস-এর জন্যই একটি বড় মাইলফলক হয়ে থাকবে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top