শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৩
আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১

গ্রুপপর্বে আগের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরেছিল বাংলাদেশ। দুই দলের আবারও দেখা হচ্ছে আজ (শনিবার)। বিরতি ছাড়াই এদিন এশিয়া কাপের সুপার ফোর শুরু হবে। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
স্বভাবতই ম্যাচের আগে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই জল্পনা চলছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের জায়গাটা নিশ্চিত। তবে পারভেজ হোসেন ইমন ফিরবেন গত ম্যাচে তার বদলে নামা সাইফ হাসান টিকে যাবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলরাউন্ডার সাইফেরই লঙ্কানদের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা বেশি। ফর্মহীনতায় থাকা তাওহীদ হৃদয়কে একাদশের বাইরে রেখে যুক্ত হতে পারেন শেখ মেহেদী হাসান।
এ ছাড়া মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিকরা তো থাকছেনই। দুবাইয়ের উইকেট বিবেচনায় ২ পেসার ও ৩ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে জয়ের নায়ক নাসুম আহমেদ, রিশাদ হোসেনদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। দুই পেসারের মধ্যেও আগের ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা হওয়ার সম্ভাবনা বেশি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৮টি, শ্রীলঙ্কা ১৩টি। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবিলায় দু’বার জয় ও একবার হেরেছে লঙ্কানরা। এ ছাড়া গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ২-২ সমতায় রয়েছে বাংলাদেশ।
দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে/মাহিশ থিকশানা, নুয়ান থুসারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: