মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪১

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। তার আগে আজ (মঙ্গলবার) কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি। আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, তামিম ইকবাল ছাড়াও আরও কারা রয়েছেন বিসিবি নির্বাচনের ভোটার তালিকায়।

খসড়া ভোটার তালিকা একনজরে

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার বা কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

ঢাকা বিভাগ থেকে বুলবুল ছাড়াও বাকি ৬টি বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন– আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম), মো. হাসিবুল আলম (রাজশাহী), মো. হাসানুজ্জামান (রংপুর), খান আব্দুর রাজ্জাক (খুলনা), মো. নান্নু মিয়া (বরিশাল) ও রাহাত শাম্স (সিলেট)।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য তালিকায় ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল তার নিজের শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।

কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।

সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন– গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এ ছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top