বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১০ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪

ফাইল ছবি

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে শুরু করলেও পরের দিকে খেই হারায় টিম ইন্ডিয়া। যদিও নিজেদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং অর্ডারে রদবদল করে এক রকম পরীক্ষা নিরীক্ষাই সেরে নিয়েছেন বলে জানালেন।

ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ বেশি পাইনি। তাই বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। সুপার ফোরে আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ। আমরা কতটা কী করতে পারছি, সেটা বুঝে নেওয়ার দরকার ছিল। এখানকার পিচ পরের দিকে একটু মন্থর হয়ে যাচ্ছে। এখানে শিশিরের সমস্যা নেই। তাই পরে বল করতে অসুবিধা হচ্ছে না। সব মিলিয়েই আমরা ২০ ওভার ব্যাট করার কথা ভেবেছিলাম।’

শিবাম দুবেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে পাঠানো পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের ভালো বাঁহাতি স্পিনার এবং লেগ স্পিনার রয়েছে। শিবম স্পিন ভালো খেলে। ওদের সামলানোর জন্য শিবামকেই সঠিক ব্যক্তি মনে করেছিলাম আমরা। সেই পরিকল্পনা থেকেই ওকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা হয়েছে। আমরা চেয়েছিলাম, সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে নামুক শিবম। ঠিক সেটাই হয়েছে। একদম আমাদের পরিকল্পনা মতো। বাংলাদেশের বিপক্ষে শিবাম রান পেল না ঠিকই। তবে আমরা পরের ম্যাচেও চেষ্টা করব।’’

এদিন ভারতীয় দলের ইনিংস ১৬৮ রানে শেষ হয়ে যায়। প্রথম ১০ ওভারে ৯৬ রান ওঠার পরও কেন ১৮০-১৮৫ রান করা গেল না? সূর্যকুমার বলেছেন, ‘এই মাঠের আউটফিল্ড বেশ মন্থর। আউটফিল্ড দ্রুতগতির হলে ১৮০-১৮৫ রান হয়ে যেত। তবে আমরা ১২ থেকে ১৪ ওভার ভালো বল করতে পারলে যে কোনও রান করে জিততে পারি।’

সুপার ফোর পর্বে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবারের সেই ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার। কারণ এরই মধ্যে ফাইনালে পৌঁছে গেছে তারা। আর বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের ফলে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top